নিজস্ব প্রতিবেদক –
কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে শিশুসহ অন্তত ৭জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
রোববার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়াস্থ গ্রিনবেলী কমিউনিটি সেন্টারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-মাইক্রোবাসের যাত্রী কক্সবাজারস্থ ঘোনাপাড়ার প্রদীপের মা রানী রুদ্র (৬০), স্ত্রী পূর্ণিমা (৩৫), তার ৩ বছরের সন্তান বেবী, চকরিয়াস্থ ডুলাহাজারা ইউনিয়নের বৈরাগীর খিলের রাম মাস্টারের ছেলে রতন বিজয় (৫০), তার স্ত্রী মধুমিতা (৪৫), পথচারী চকরিয়াস্থ ফাসিয়াখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাতেমা বেগম ও অজ্ঞাতনামা এক যাত্রী।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখী যাত্রীবাহী মাইক্রোবাসটি ১০/১২ জন যাত্রী নিয়ে চকরিয়ার দিকে আসছিল। সকাল সাড়ে ৯টার দিকে চকরিয়াস্থ গ্রিনবেলী কমিউনিটি সেন্টারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি পুকুরে পড়ে যায়।
আহত যাত্রীদের উদ্ধার করে চকরিয়া হাসপাতালে আনার পর আবাসিক মেডিকেল অফিসার ফাহিম আহমেদ ফয়সাল ছয়জনকে মৃত ঘোষণা করেন।
চকরিয়া ফায়ার স্টেশনের ইনচার্জ সাইফুল হাছান জানান, পথচারী একজন ঘটনাস্থলে মারা গেছেন।মাইক্রোবাসটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।
চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন বলেন, মৃতের সংখ্যা আরও বাড়ার শঙ্কা রয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগের মেডিক্যাল কর্মকর্তা ডা. রিয়াসাদ আজিম সিদ্দিকী বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আহত ব্যক্তিকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
Discussion about this post