নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক কক্সবাজার পত্রিকার পরিচালনা সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম করোনা আক্রান্ত হয়েছেন।
শনিবার ২৮ আগস্ট তাঁর দেহের নমুনা টেস্ট রিপোর্ট পজেটিভ আসে।
বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মুজিবুল ইসলাম তাঁর নিজস্ব ফেসবুক আইডি-তে শনিবার ২৮ আগস্ট রাতে এক স্ট্যাটাস দিয়ে এ তথ্য জানিয়েছেন।
এর আগে তাঁর পিতা কক্সবাজার প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক কক্সবাজার পত্রিকার সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, তাঁর মাতা, তাঁর ভাই, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলামের স্ত্রী, ২ পুত্রসহ তাঁর পরিবারের আরো ৬ সদস্য করোনা আক্রান্ত হন।
সাংবাদিক মোহাম্মদ মুজিবুল ইসলাম কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি হয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্বাবধানে চিকিৎসা সেবা নিচ্ছেন।
এদিকে, কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, বিএফইউজে’র নির্বাহী সদস্য মোহাম্মদ মুজিবুল ইসলাম এর সুস্থতার জন্য তাঁর পরিবারের পক্ষ হতে মহান আল্লাহর অসীম রহমত ও সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।
Discussion about this post