নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের উখিয়ায় সম্মুখসারির করোনাযোদ্ধা হিসেবে কোভিড-১৯ এর টিকা নিচ্ছেন উখিয়া অনলাইন প্রেসক্লাবের সদস্যরা।
বৃহস্পতিবার (১৮ ফ্রেব্রুয়ারি) দুপুরে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ভাবে প্রদত্ত বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রতিরোধক টিকা নিলেন উখিয়া অনলাইন প্রেসক্লাব সভাপতি শফিক আজাদ, দপ্তর সম্পাদক রফিক মাহমুদ, সদস্য শরীফ আজাদ, আলাউদ্দিন সিকদার, রিদুয়ানুল হক সোহাগ।
এর আগে ১৬ ফেব্রুয়ারি দুপুরে টিকা নেন সাধারণ সম্পাদক পলাশ বড়ুয়া ও সদস্য কালাম আজাদ। ক্লাবের হয়ে প্রথম করোনা টিকা নেন প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচকে রফিক উদ্দিন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা রঞ্জন বড়ুয়া রাজন বলেন, করোনা মুক্ত বাংলাদেশ গড়তে সকলের সরকারি এই কর্মসূচীতে অংশগ্রহণ করা দরকার। সম্মুখসারির করোনা যোদ্ধাদের পাশাপাশি ৪০ বৎসর বয়স উর্ধ্ব আগ্রহী সকলকে করোনাভাইরাসের টিকা দেয়া হচ্ছে। তবে টিকা নেয়ার আগে সুরক্ষা.গভ.বিডি (https://surokkha.gov.bd)গিয়ে সকলকে নিবন্ধন করতে হবে।
উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন ২ হাজার মানুষকে করোনার টিকা দেয়ার প্রস্তুতি থাকলেও ৭-৮শ জন মানুষ টিকা নিচ্ছেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
Discussion about this post