শহিদুল ইসলাম হৃদয়, রাঙামাটি –
রাঙামাটির কাপ্তাইয়ে চাঁদের গাড়ি দুর্ঘটনার শিকার হয়ে পাহাড়ের নিচে খাদে পড়ে প্রিয়ধন তনচংঙ্গ্যা নামক ১২ বছর বয়সী এক ছেলে নিহত হয়েছে এবং আহত হয়েছে অন্তত ৫জন।
আহতরা হলেন- উপায়নন্দ ভিক্ষু (৫৫), কৈয়া মালা তনচংঙ্গ্যা (৮০), মূল্যকুমার তনচংঙ্গ্যা (৪৫),পরানজয় তনচংঙ্গ্যা (৩৭) ও সুফল কালাচাঁন তনচংঙ্গ্যা (১১)।
শনিবার বিকেলে কাপ্তাই ৪নং ইউনিয়ন এলাকাধীন ২নং ওয়ার্ডের মোহনলাল কার্বারী পাড়ায় ভাঙ্গামোড়া নামক দূর্গম পাহাড়ি সড়কে নাম্বার বিহীন যাত্রীবাহি চাঁদের গাড়ি পাহাড়ের নিচে পড়ে এই দুর্ঘটনার ঘটে।
ঘটনার পরপরই স্থানীয় এলাকাবাসী হতাহতদের উদ্ধার করে কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে আহতদের উন্নত চিকিৎসার জন্য রাতে চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।
Discussion about this post