বিডি দর্পণ ডেস্ক :
ফেনীর দাগনভূঁঞা উপজেলায় একটি খেলনা পিস্তলসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার জায়লস্কর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- দাগনভূঁঞা উপজেলার উত্তর জায়লস্কর গ্রামের মো. শাখাওয়াত হোসেন শিবু (২০) ও মো. কামাল উদ্দিন (১৮)।
ফেনীস্থ র্যাবের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদী জানান, র্যাব-৭, ফেনী ক্যাম্প গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে ফেনীর দাগনভূঞা-নোয়াখালীগামী সড়কের জায়লস্কর নামক স্থানে জায়লস্কর উচ্চ বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর কতিপয় ব্যক্তি অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে ছিনতাই করছে। র্যাবের একটি দল জায়লস্কর উচ্চ বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর উপস্থিত হলে র্যাবের গাড়ী দেখে কতিপয় ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে।
এ সময় র্যাব সদস্যরা ফেনীর দাগনভূঞা উপজেলার উত্তর জায়লস্কর গ্রামের শাহ আলম মাস্টার বাড়ির মো. জহির আহম্মদের ছেলে মো. সাখাওয়াত হোসেন শিবু (২০), ও মৃত শাহাবুদ্দিনের ছেলে মো. কামাল উদ্দিন (১৮) কে আটক করে। তাদের দেহ তল্লাশি করে ১টি অস্ত্র সদৃশ্য খেলনা পিস্তল ও ছিনতাইকৃত নগদ ৭শ’ টাকা উদ্ধার করা হয়।
আটককৃতদের উদ্ধারকৃত অস্ত্র সদৃশ্য খেলনা পিস্তল ও টাকাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাগনভূঞা থানায় গতকালই হস্তান্তর করা হয়েছে।
Discussion about this post