কক্সবাজারের টেকনাফের সদর ইউনিয়নের নাজির পাড়া এলাকায় দু’ গ্রুপের মধ্যে মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। একরাম বাহিনীর হামলায় নুরুল হক প্রকাশ ভুট্টু বাহিনীর প্রধান ভুট্টু (৩৮) নিহত হয়েছে। নিহত ভুট্টু মোজাহের মিয়ার পুত্র। তার ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন করে পেলা হয়েছে বলে জানা গেছে। তার লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।
ঘটনায় ভুট্টুর পিতা মোজাহের, ভুট্টুর নিকটম আত্মীয় গুরা মিয়া (৩৫), মো. ফিরোজ (৩০), আবদু শুক্কর (৩২) গুরুতর আহত হয়েছে। তাদের অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে।
তাদেরকে উদ্ধার করে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে অবস্থার অবনতি দেখে প্রাথমিক চিকিৎসা শেষে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হাসপাতালে নেওয়ার পথে ভুট্টুর মৃত্যু হয়।
রবিবার (১৫ মে) বিকালে টেকনাফ সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মৌলভী পাড়া এলাকার থানার ডেইল মসজিদ সংলগ্ন স্থানে এ ঘটনাটি সংঘটিত হয় বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়।
এই ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌঁছালে প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায়। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোন মুহূর্তে আবারও রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী।
এব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মে. হাফিজুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। তবে এখনো পর্যন্ত কোন পক্ষই এজাহার বা অভিযোগ দেয়নি।
উল্লেখ্য: নিহত নুরুল হক প্রকাশ ভুট্টু টেকনাফের আলোচিত ভুট্টু বাহিনীর প্রধান ছিলেন। সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকা ভুক্ত শীর্ষ মাদক কারবারির মধ্যে একজন। তার নেতৃত্বে টেকনাফে এক সময় ৫ সাংবাদিককের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছিল মাদক কারবারিরা।
Discussion about this post