টেকনাফ সংবাদদাতা •
টেকনাফ পৌর এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি (ক্রিস্টাল মেথ) আইসসহ আব্দুল লফিত (৬৪) নামের এক রোহিঙ্গাকে আটক করেছে র্যাব-১৫। তার বাবা মৃত তাজর মুল্লুক। আব্দুল লতিফকে জনৈক জহুর উদ্দিনের ভাড়াবাসায় অবস্থানরত থেকে আটক করা হয়।
র্যাব সূত্র জানায়, শুক্রবার (১লা অক্টোবর) বিকাল সাড়ে ৩টারদিকে কক্সবাজার র্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভাস্থ অলিয়াবাদ শাপলা চত্বরের সামনে আল মদিনা গ্যাস এন্ড হার্ডওয়্যারের সামনে প্রধান সড়কে অভিযান চালায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে জনৈক জহুর উদ্দিনের ভাড়াবাসায় অবস্থানকারী রোহিঙ্গা আব্দুল লফিতকে একটি শপিং ব্যাগসহ আটক করে। পরে ব্যাগটি তল্লাশি করে ৩ কেজি আইস পাওয়া যায়।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়েরের পর জব্দকৃত ক্রিস্টাল মেথ আইসসহ ধৃত মাদক কারবারিকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
Discussion about this post