নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফে প্লাস্টিকের বস্তা ও শপিং ব্যাগে ভরে পাচারের আগেই ৪৯,৫০০ পিস ইয়াবাসহ ২ কারবারীকে আটক করেছে র্যাব-১৫ সদস্যরা।
আটককৃত মাদককারবারীরা হলো টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকার মৃত মাহবুবুর রহমানের ছেলে শামসুল আলম (৩০) ও ফজল আহমদের ছেলে জামাল হোসেন (৩৬)।
৫ মার্চ (শুক্রবার) দিবাগত রাত ২টার দিকে তাদের আটক করে র্যাব সদস্যরা।
শনিবার দুপুরে র্যাব-১৫, কক্সবাজারের সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মাদক টেকনাফ সদর ইউনিয়নের উত্তর বরইতলী বায়তুল রহমান জামে মসজিদের গেইট সংলগ্ন এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২ মাদককারবারীকে আটক করা হয়।
পরে তাদের সঙ্গে থাকা প্লাস্টিকের বস্তা ও শপিং ব্যাগ তল্লাশী করে ৪৯,৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।
Discussion about this post