অনলাইন ডেস্ক :
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া ফেডারেল কোর্টে ক্যাপিটল হিলে দাঙ্গায় উসকানির ষড়যন্ত্রের অভিযোগে মামলা হয়েছে।
নাগরিক অধিকার আইনে মিসিসিপি থেকে নির্বাচিত ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান ব্যানি থমসন ১৬ ফেব্রুয়ারি এ মামলা করেন। খবর ফিন্যান্সিয়াল টাইমসের।
মামলায় ট্রাম্পের আইনজীবী রুডি জুলিয়ানিসহ দুটি শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী গোষ্ঠীকে বিবাদী করা হয়েছে।
ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া ফেডারেল কোর্টে করা মামলার অভিযোগে বলা হয়েছে, ট্রাম্প ও জুলিয়ানি ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে দাঙ্গায় উসকানির ষড়যন্ত্র করেছেন।
এতে আরও বলা হয়েছে, তাদের এই কাজের সহযোগী ‘প্রাউড বয়েজ’ ও ‘ওথ কিপার্স’ নামের দুটি কট্টর ডানপন্থী সংগঠন। ক্যাপিটল হিলে কংগ্রেস যখন প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রত্যয়ন করছিল, তখন সহিংসতা ও ষড়যন্ত্র করে তা প্রতিহত করার চেষ্টা করেছেন বিবাদীরা।
বিবাদীদের এসব কর্ম ‘কু ক্লাক্স ক্লান অ্যাক্ট’ নামের আইনের প্রকাশ্য লঙ্ঘন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। দাসপ্রথা-পরবর্তী সময়ে আমেরিকায় আইনটি শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীদের হাত থেকে কৃষ্ণাঙ্গ আমেরিকান ও আইনপ্রণেতাদের রক্ষা করার জন্য প্রণয়ন করা হয়েছিল।
Discussion about this post