নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার জেলা প্রশাসন ও এম.এস.আই এর সহযোগিতায় দক্ষিণ মিঠাছড়ি নাগরিক ফোরামের উদ্যোগে ২০০ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
শুক্রবার (০৭ মে) সকালে এ্যামিউজমেন্ট ক্লাব প্রাঙ্গণে এই খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলার সহকারী কমিশানর (ভূমি) সরওয়ার উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের ছোট ভূখন্ডে অধিক জনসংখ্যা। কীভাবে এই জনগোষ্ঠীকে স্বাস্থ্য সুরক্ষা দেওয়া যায়, অপরদিকে তাদের খাদ্যের ব্যবস্থা, তাদের জীবনটাকে সচল রাখার ব্যবস্থা, সেটা কীভাবে করা যায় প্রধানমন্ত্রী সেই প্রচেষ্টা যাচ্ছে।
জেলার দুস্থ, অসহায় ও কর্মহীনদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ অব্যাহত রয়েছে। পাশাপাশি নগদ অর্থ সহায়তাও বিতরণ চলছে। তিনি সরকারের পাশাপাশি বিত্তশালীদেরও অসহায় মানুষের পাশে থাকার আহবান জানান।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম। তিনি বলেন, প্রতিবেশী দেশ ভারতের করোনা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহতায় রূপ নিয়েছে।
কিন্তু প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায় বাংলাদেশে এখনো করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এই সংগঠন অতীতেও অসহায় মানুষের পাশে ছিল, এখনো আছে। আশা করছি ভবিষ্যতে তাদের কার্যক্রম আরও প্রসারিত হবে।
দক্ষিণ মিঠাছড়ি নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক ফরিদুল আলম বলেন, ইউনিয়নের অসহায় মানুষদের সাহাযার্থে জেলা প্রশাসক এবং এমএসআই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এ জন্য জেলা প্রশাসক এবং এমএসআইকে ধন্যবাদ জানান তিনি।
রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের কক্সবাজার বার্তার প্রধান সম্পাদক ওসমান গণি বলেন, এই ক্রান্তিকালে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। এই সংগঠনের সেবামূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
দক্ষিণ মিঠাছড়ি নাগরিক ফোরামের যুগ্ন সাধারণ সম্পাদক নুরুল আজিম বলেন, এই ইউনিয়নে অনেক অস্বচ্ছল ও অসহায় পরিবার আছে। তাদের সহায়তায় সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসতে হবে। সেক্ষেত্রে স্বেচ্ছাসেবী সংস্থা ও স্বেচ্ছাসেবকদের ভূমিকা অতুলনীয়।
দক্ষিণ মিঠাছড়ি নাগরিক ফোরামের সাংগঠনিক সম্পাদক জামাল হোসাইন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডভোকেট দীলিপ কুমার ধর, নুরুচ্ছফা হেলালী, মাষ্টার মমতাজ উদ্দিন, নুরুল আজিম, রায়হান মাহবুব, নুরুল আমিন নয়ন, মুফিদুল আলম, এনামুল হক, মনজুর আলম, মোঃ রুনাদ, নুর মোহাম্মদ, এডভোকেট শহীদ উদ্দিন, মোঃ ফারুক, একরামুল হক, কলিম উল্লাহ রিয়াদ, এম সাইফুল ইসলাম প্রমূখ।
Discussion about this post