আন্তর্জাতিক ডেস্ক :
মিয়ানমারের জান্তা সরকারকে যে কোনো মূল্যে প্রতিহত করার ঘোষণা দিয়েছে দেশটির ক্ষমতাচ্যুত সরকারের প্রতিনিধিদের নিয়ে গঠিত বেসামরিক ছায়া সরকার। একই সঙ্গে ভবিষ্যতে অভ্যুত্থানের সব পথ বন্ধ করে দেয়ার অঙ্গীকারও করেন ছায়া সরকারের এনএলডির অন্যতম শীর্ষ নেতা মান উইন খাইং থান।
এদিকে জান্তাবিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে নিহতদের স্মরণে শনিবার (১৩ মার্চ) ইয়াঙ্গুনের রাস্তায় মোমবাতি হাতে শ্রদ্ধা নিবেদন করেন সাধারণ মানুষ। এ সময় হাতে জান্তা সরকারবিরোধী প্ল্যাকার্ড নিয়ে নিহতদের স্মরণে গান গাইতেও দেখা যায় অনেককে।
এক আন্দোলনকারী বলেন, এখন থেকে শুধু দিনে নয়, রাতেও আন্দোলন চলবে। এই কারফিউ আমরা মানি না। এই সরকার আমরা মানি না।
জান্তা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমরা এখানে জড়ো হয়েছি। এই সরকারের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আন্দোলন চলবে।
এর মধ্যেই আগের দিনের শনিবার দিনভর দেশটির প্রধান শহরগুলোতে অব্যাহত ছিল জান্তা সরকারবিরোধী বিক্ষোভ। এদিন ম্যান্দালেতে পুলিশি বাধা উপেক্ষা করেই বিক্ষোভকারীরা বিক্ষোভ করতে গেলে বাধা দেয় দাঙ্গা পুলিশ। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে বরাবরের মতোই টিয়ার শেল ছুড়তে দেখা যায় দাঙ্গা পুলিশকে। মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে আশপাশে। আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখা যায় বেশ কয়েকজনকে। এ ছাড়া বিক্ষোভ হয়েছে, ইয়াঙ্গুন, দাওয়েই শহরেও।
এদিকে মিয়ানমারের জান্তা সরকারকে যে কোনো মূল্যে প্রতিহত করার ঘোষণা দিয়েছে দেশটির ক্ষমতাচ্যুত সরকারের প্রতিনিধিদের নিয়ে গঠিত বেসামরিক ছায়া সরকার। অজ্ঞাত স্থান থেকে প্রকাশিত এক ফেসবুক ভিডিওতে ছায়া সরকারের প্রধান এনএলডির অন্যতম শীর্ষ নেতা মান উইন খাইং থান বলেন, বর্তমান জান্তা সরকারবিরোধী আন্দোলন ভবিষ্যতে বিপ্লবে রূপ নেবে। আগামী দিনে অভ্যুত্থানের সব পথ বন্ধ করে দেয়ার অঙ্গীকারও করেন তিনি।
Discussion about this post