ডেস্ক রিপোর্ট : ফিলিস্তিনে হামলা চালিয়ে যাওয়ার কথা জানিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, “যতদিন প্রয়োজন গাজায় হামলা অব্যহত থাকবে। তবে হতাহত যতটা কম হয় তার সর্বোচ্চ চেষ্টা করা হবে।”
ইসরায়েলে রকেট হামলা চালানোর মধ্য দিয়ে হামাস বর্তমান সংঘাতের সূচনা করেছে বলে দাবি করে ইসরায়েলের প্রধানমন্ত্রী।
বিবিসি জানায়, রোববার সকালে ইসরায়েলের বিমান হামলায় আরো ৩ ফিলিস্তিনি নিহত হন। এ নিয়ে ফিলিস্তিনে নিহত হলেন ১৪৯ জন।
টেলিভিশন বক্তৃতায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, “এই সংঘাতের জন্য তারা অপরাধবোধে ভুগবেন যারা আমাদের ওপর হামলা শুরু করেছে। অভিযানের মাঝামাঝি পর্যায়ে আছি আমরা, এটা শেষ হয়নি। যতদিন প্রয়োজন হামলা অব্যহত থাকবে।”
“হামাস ইসরায়েলের বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। পক্ষান্তরে আমরা সাধারণ মানুষের মৃত্যু এড়াতে বা কমাতে যা যা করা দরকার সব করছি। শুধু সন্ত্রাসীদের লক্ষ্য করেই হামলা চালানো হচ্ছে।”
ইসরায়েল ও ফিলিস্তিনে সপ্তম দিনের মতো সহিংসতা চলছে। গাজায় হামাস প্রধানের বাড়িকে গুড়িয়ে দিয়েছে। ইসরায়েলের হামলার প্রতিবাদে তেল আবিবে পাল্টা রকেট হামলা চালিয়েছে ফিলস্তিন।
এদিকে চলমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে। রোববার এই বৈঠক অনুষ্ঠিত হবে।
এছাড়াও সাম্প্রতিক এই সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার সংঘর্ষ বন্ধে শনিবার (১৫ মে) তেল আবিব সফরে পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত হ্যাডি আমর। জাতিসংঘ, রাশিয়া, তুরস্কসহ বেশ কয়েকটি দেশ ইসরায়েলকে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে।
জেরুজালেমে হামাসের হামলার জবাবে পাঁচ দিন ধরে দফায় দফায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। সংঘর্ষ শুরুর পর থেকে গাজায় কমপক্ষে ১৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
Discussion about this post