কক্সবাজার রামু উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হতে দৌড়ঝাঁপ শুরু করেছে এক বিএনপি নেতার পুত্র। এ নিয়ে আওয়ামী ঘরনা রাজনীতিতে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। ক্ষোভ বিরাজ করছে তৃণমূল নেতাকর্মীদের মাঝে।
জানা যায়, শিগগরিই অনুষ্ঠিত হতে যাচ্ছে রামু উপজেলা ছাত্রলীগের সম্মেলন ও কাউন্সিলে। সম্মেলনকে ঘিরে প্রাণ ফিরেছে নেতাকর্মীদের মাঝে। ইতোমধ্যে সম্মেলন সফল করতে ব্যাপক প্রস্তুতিও চলছে। নতুন কমিটিতে পদ পেতে অনেকেই জোর লবিং শুরু করেছে।
কিন্তু এবার ছাত্রলীগের নেতা হওয়ার স্বপ্ন দেখছে রামু উপজেলার জোয়ারিনালা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নুর হোসেনের পুত্র মেহেদী হাসান রিয়াদ। এ নিয়ে চলছে তুমুল সমালোচনা।
রামু ছাত্রলীগের নেতাকর্মীরা জানিয়েছেন, মেহেদী হাসান রিয়াদের পুরো পরিবার বিএনপি-জামায়াতের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। দীর্ঘদিন ধরে তাঁরা আওয়ামী লীগ তথা জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সরব আছে। সরকার বিরোধী নানা কর্মকান্ডে বেশ সক্রিয় পরিবারটি। কিন্তু সে এখন আসন্ন রামু উপজেলা ছাত্রলীগের সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী হতে দৌড়ঝাঁপ শুরু করেছে।
তাঁকে সাধারণ সম্পাদক করতে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা একটি শক্তিশালী সিন্ডিকেট নেপথ্যে কাজ করছে। এই সিন্ডিকেটের মিশন বিএনপি নেতার পুত্রকে রামু ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে আসীন করা। আর এই মিশন বাস্তবায়ন হলে রামুতে বিএনপি-জামায়াতের দুর্গ আরও মজবুত হবে।
রামু উপজেলা আওয়ামী লীগ, এ ধরণের হাইব্রিড অনুপ্রবেশকারীদেরকে দলে সুযোগ দিলে ভবিষ্যৎ ভালো হবে না। এতে দলের ক্ষতি করার জন্য উঠেপড়ে লাগবে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা।
এ বিষয়ে জানতে চাইলে মেহেদী হাসান রিয়াদ বলেন, তাঁর পিতা বিএনপির একজন সমর্থক, নেতা না। তিনি বিষয়টি নিয়ে এই প্রতিবেদককে সরাসরি সাক্ষাত করতেও বলেন।
Discussion about this post