নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম ভূজপুর বাগানাজার এলাকায় অভিযান চালিয়ে ৪৭ কেজি গাঁজা উদ্ধারসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭ সদস্যরা।
রবিবার (৫ এপ্রিল) সন্দ্যা সাড়ে ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম ভূজপুর, বাগানাজার হলুদিয়া সৈনিকপাড়া মোসলেম উদ্দিনের গুদাম ঘরের ভিতরে অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে আটক করা হয়।
আটক গাঁজা ব্যবসায়ী যুবকের নাম মো. জসিম উদ্দিন (২৮), সে ভূজপুর, হলুদিয়া, সৈনিক পাড়া এলাকার মো. সেলিমের পুত্র বলে জানা গেছে।
র্যাব জানিয়েছেন, উদ্ধারকৃত ৪৭ কেজি গাঁজার আনুমানিক মূল্য ১ লক্ষ ৪৫ হাজার ৫০০ টাকা।
আটক মাদক ব্যবসায়ীকে উদ্ধারকৃত গাঁজাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম ভূজপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
Discussion about this post