জুয়েল মৃধা:
যশোরে শতবর্ষী নারীকে ধর্ষণ এবং মারপিট করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুরের পর যশোর জেনারেল হাসপাতালে ওই বৃদ্ধার শরীরে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
ঘটনাটি ঘটেছে বুধবার (১৪ এপ্রিল) যশোর শহরতলীর চাঁচড়া ইউনিয়নের সাড়াপোল কারিকরপাড়ায়। এদিকে, এ ঘটনায় অভিযুক্ত যুবক রুবায়েতকে (২০) আটক করেছে পুলিশ। সে পাশের রুদ্রপুর গ্রামের আব্দুল ওহাবের ছেলে।
ভুক্তভোগী নারীর পুত্রবধূ বলেন, দুপুরে আমার শাশুড়ি ঘরে শুয়ে ছিলেন। হঠাৎ তার চিৎকার শুনে আমার ভাসুরের ছেলে ঘরে ঢুকে রুবায়েতকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এ সময় আমার শাশুড়ির প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল।
আমরা রুবায়েতকে আটক করি এবং আমার শাশুড়িকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করি। পরে স্থানীয় মেম্বার মনজুর ও রুবায়েতের চাচা এসে তাকে ছাড়িয়ে নিয়ে যায়।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার আরিফ আহম্মেদ বলেন, বুধবার বিকেল পাঁচটার দিকে ফিজিক্যাল অ্যাসল্ট হিসেবে শত বছর বয়সী এক নারীকে ভর্তি করা হয়।
প্রথমে তাকে মহিলা সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়। পরে ওই নারীকে ধর্ষণ করা হয়েছে বলে জানানো হলে আজ বেলা সোয়া ১১টায় তাকে গাইনি ওয়ার্ডে পাঠানো হয়। গোপনাঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়ায় দুপুরে তার অপারেশন করা হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ তাসমিম আহমেদ জানান, ওই নারী শারীরিক আঘাতের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হন।
পরে আজ দুপুরে হাসপাতাল থেকে পুলিশকে জানানো হয়, ওই নারী ধর্ষণের শিকার হয়েছেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে রুবায়েতকে আটক করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
Discussion about this post