নিজস্ব প্রতিবেদক:
একুশের অঙ্গীকার হোক যে ভাষার অধিকার পেতে রফিক, শফিক, সালাম, বরকত, জব্বারসহ অসংখ্য ভাষাসংগ্রামী প্রাণ দিয়েছে সে ভাষার (বাংলা) শুদ্ধ চর্চা করি।
২১শে ফেব্রুয়ারি বিকেল ৩ টায় উখিয়া অনলাইন প্রেসক্লাবর সভাপতি শফিক আজাদের সভাপতিত্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা উপরোক্ত অঙ্গীকার ব্যক্ত করেন।
এতে বক্তব্য রাখেন উখিয়া অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জসিম আজাদ, অর্থ সম্পাদক এম. সালাহ উদ্দিন আকাশ, ক্রীড়া সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রিদুয়ানুর রহমান, নির্বাহী সদস্য তানভীর শাহরিয়ার, সদস্য কালাম আজাদ ও শরীফ আজাদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন উখিয়া অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি জামাল উদ্দিন, নির্বাহী সদস্য হেলাল উদ্দিন, ইমরান আল মাহমুদ, রিদুয়ানুল হক সোহাগ প্রমূখ।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উখিয়া অনলাইন প্রেসক্লাবের সদস্য মুনিবুল আলম রাহাত।
Discussion about this post