ইমরান আল মাহমুদ:
কক্সবাজারের উখিয়া উপজেলায় নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। কক্সবাজার ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইমরান হোসাইনের নেতৃত্বে উক্ত অভিযান পরিচালনা করা হয়।
বুধবার (৩০শে ডিসেম্বর) ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে উখিয়া নুর হোটেল ও রহমান বেকারী থেকে ৩৬০০০টাকা জরিমানা আদায় করা হয়।
ভেজালবিরোধী অভিযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করেছেন, উখিয়া নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারি ইন্সপেক্টর নুরুল আলম। জরিমানাকৃত হোটেলগুলোকে ভেজাল রোধে সতর্ক করে দেওয়া হয় বলে তিনি জানান।
এসময়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
Discussion about this post