টেকনাফ প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকায় অভিযান চালিয়ে তিন লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭। উদ্ধারকৃত ইয়াবার মূল্যে ১০ কোটি ৫০ লাখ টাকা। ৫ মার্চ শুক্রবার রাতে এ অভিযান চালানো হয়।
র্যাব সুত্রে জানা যায়, টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকার ফয়েজ উল্লাহ প্রকাশ ভুট্রো এর বসতবাড়িতে ইয়াবার একটি বড় চালান বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করেছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ এর একটি অভিযানিক দল অভিযান চালিয়ে মো:গুরা মিয়া (৬৫) কে আটক করেন। সে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের হারিয়াখালী পশ্চিম পাড়া গ্রামের মৃত বদিউর রহমানের ছেলে। আটককৃত আসামীর জিজ্ঞাসাবাদে ফয়েজ উল্লাহ প্রকাশ ভূট্রো এর টিনশেড বসতঘরের ভিতরে বাম পাশের কক্ষের সিলিং এর উপর বিশেষ কায়দায় মাদকদ্রব্য ইয়াবা সংরক্ষণ রাখেন।পরে একটি প্লাস্টিকের বস্তার ভিতর থেকে দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া পলাতক আসামী মো: ইসমাইলের বাড়ীতে অভিযান চালিয়ে দেড় লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব -৭ এর উপ অধিনায়ক মেজর মুশফিকুর রহমান স্বাক্ষরিত এক প্রেস নোটে এ তথ্য জানানো হয়।
তিনি বলেন, ধৃত আসামি ও উদ্ধারকৃত ইয়াবা পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক ফয়েজ উল্লাহ প্রকাশ ভুট্রো ও মো.ইসমাইলকে গ্রেফতারের অভিযান অব্যাহত থাকবে বলে জানান মেজর মুশফিকুর।
Discussion about this post