নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের মামাভাগিনাঝিরি নামক এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ একজনকে আটক করেছে বিজিবির সদস্যরা।
২০ ডিসেম্বর (রবিবার) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫টি আগ্নেয়াস্ত্রসহ আটক করা হয়।
আটক কবির আহমদ (৫০) উপজেলার বেতেরঝিরি এলাকার বাসিন্দা মৃত নাদিরুজ্জানের ছেলে।
শনিবার (১৯ ডিসেম্বর) রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের মামাভাগিনাঝিরি এলাকার পাহাড় থেকে তাকে আটক করা হয়।
নাইক্ষ্যংছড়ি বিজিবি ১১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ আবদুল আজিজ আহাম্মদ এইপ্রতিবেদকে বলেন, ‘দোছড়ির দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে একজনকে আটক করেছি। এ সময় একটি আস্তানা থেকে পাঁচটি দেশীয় তৈরি এলজি রাইফেল উদ্ধার করা হয়েছে।’
সীমান্ত এলাকা দিয়ে অস্ত্র, মাদক ও কাঠপাচারসহ সব ধরনের সন্ত্রাসী ও অবৈধ কর্মকাণ্ড রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ জানায়, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের মামাভাগিনাঝিরি নমাক এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ কবির আহমদ নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’ র সদস্যরা। পরে আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা করার পর অস্ত্রগুলো থানায় জমা করা হয়েছে।
Discussion about this post