সিলেট জেলার ওসমানী নগর উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে স্থানীয় নেতাকর্মীর সাথে খারাপ আচরন করায় লাঞ্চিত হয়েছেন জেলা কৃষক লীগের সভাপতি শাহ নিজাম উদ্দিন এমন খবরে এলাকাসহ সামাজিক যোগাযোগ মাধ্যে শুরু হয়েছে নানান রকম কথা।
এলাকাবাসী সূত্রে জানাযায়, গতকাল ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার শাহজালাল টাওয়ারে উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষীক সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান।
উদ্বোধকের বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সভাপতি শাহ নিজাম উদ্দিন। প্রথম অধিবেশন শেষে জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদক জেলা কৃষকলীগের সভাপতি শাহ নিজাম উদ্দিন ও স্থানী আওয়ামী নেতা কর্মী নিয়ে কাউন্সিলারদের ভোটে সাধারন সম্পাদক নির্বাচন করার নির্দেশ দিয়ে সভা থেকে চলে আসেন।
নামপ্রকাশে অনিচ্ছুক একজন কাউন্সিলর বলেন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারন সম্পাদকের নির্দেশে কাউন্সিলরা ভোট প্রদান করেন। ভোট চলাকালে এসময় জেলা কৃষকলীগের সভাপতি শাহ নিজাম উদ্দিন প্রস্তাব দেন এবং ষড়যন্ত্র মূলক ভাবে তার পছন্দের ব্যক্তিকে নির্বাচিত করতে চাইলে উপস্থিত কাউন্সিলর,কৃষকলীগের স্থানীয় নেতাকর্মী ও আওয়ামীলীগ যুবলীগের নেতা কর্মীরা এমন প্রস্থাবের নিন্দা জানান।
এসময় স্থানীয় কৃষকলীগের নেতাকর্মীদের সাথে খারাপ আচরন করলে শুরু হট্টগোল লাঞ্চিত হোন জেলা কৃষকলীগের সভাপতি শাহ নিজাম উদ্দিনসহ জেলা কৃষকলীগের নেতৃবেন্দ। স্থানীয় আওয়ামীলীগের সহযোগীতায় সভাস্থল থেকে চলে আসেন তারা।
এবিষয়ে জানতে চাইলে সিলেট জেলা কৃষকলীগের সভাপতি শাহ নিজাম উদ্দিন এর মুঠোফোনে বার বার যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ করা যায়নি।
Discussion about this post