কক্সবাজারের উখিয়া’র থাইংখালী তেলখোলা পাহাড়ি এলাকা থেকে রাতের আঁধারে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মাটিভর্তি তিনটি অবৈধ ডাম্পার জব্দ করেছে উখিয়া রেঞ্জের থাইংখালী বিটের বনবিভাগ।
(১৪জুন) রাত ৩ টার দিকে উখিয়া উপজেলার থাইংখালী ও তেলখোলা পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ ডাম্পার জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন, উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম। তিনি জানান, থাইংখালী বিট কর্মকর্তা রাকিবুল হোসাইন ও বনপ্রহরীদের সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
তিনি বলেন, উখিয়া রেঞ্জের আওতাধীন সংরক্ষিত বনাঞ্চলের পাহাড় কেটে মাটি পাচারের সময় মাটিভর্তি তিনটি অবৈধ ডাম্পার জব্দ করা হয়েছে। এ সময় অপরাধীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।
Discussion about this post