স্নিগ্ধ-মায়া
ম্যাকি ওয়াদুদ
এখনও ঘুরি আমি রূপসী বাংলার পথেপথে তোমায় দেখিতে
তোমায় না পেয়ে মুগ্ধ হয়ে বসে থাকি ছায়াশীতল মেঠোপথে।
সবুজ কার্পেটে মোড়ানো যেন বাংলার অঙ্গ-রূপের আকৃতি
তোমার রূপের চেয়েও সুন্দর আমার সোনার বাংলার প্রকৃতি।
হয়তো একদিন আমরা বৃক্ষ হয়ে মানুষকে দেবো শীতলছায়া
আমার বৃক্ষতলে সেদিন পাবে তুমি অপূর্ব মায়াবী স্নিগ্ধ-মায়া।
মেঠোপথের কাব্য/১৪ অক্টোবর ২০২২
Discussion about this post