বিশেষ প্রতিবেদক:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগ পালংখালী ইউনিয়ন শাখার সভাপতি এম.এ. মনজুর নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। ১ জানুয়ারি (শুক্রবার) পবিত্র জুমার নামাজের পর তাঁর জন্মভূমি আঞ্জুমানস্থা মরহুম পিতা-মাতা, আলেম-ওলামাদের কবর জিয়ারত ও ইউনিয়নের ৭০টি মসজিদে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণার ১ম দিনের কার্যক্রম শুরু মাধ্যমে ব্যাপক গণসংযোগ করেছেন।
প্রথম দিনের নির্বাচনী প্রচারণার পূর্বে তিনি মরহুম মৌলানা আবদুল রউফ (র:) বড় হুজুর, শাহ বদিউর জামান আরকানী (র:), সাবেক চেয়ারম্যান মরহুম মকবুল হোসেন এম. এ, আনোয়ার ইসলাম চৌধুরী, মরহুম সিরাজুল ইসলাম মেম্বার, মরহুম বীর মুক্তিযুদ্ধা নজির আহমেদ চৌধুরী, হাছান ফকির, মরহুম শেখ হাবিবুর রহমান মেম্বারসহ ইউনিয়নের প্রয়াত রাজনীতিবিদদের কবর জিয়ারত করেন।
কবর জিয়ারত শেষে তিনি তাঁর নেতা কর্মী ও সাধারণ জনগনকে সাথে নিয়ে ইউনিয়নের আঞ্জুমান পাড়া, ফারিরবিল, নলবনিয়া, পালংখালী, জামতলী, থাইংখালী ও বালুখালীতে ব্যপক গণসংযোগ করেন।তিনি আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে ২০২১ সালে বছরের প্রথম দিনে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ’লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার প্রতীক হয়ে উঠেছেন সাবেক উখিয়া উপজেলা ছাত্রলীগ নেতা ও বর্তমান আওয়ামীলীগের পালংখালী ইউনিয়ন সভাপতি এম এ মনজুর। এলাকার গরীব মানুষের সাথে তার নিবিড় সম্পর্ক থাকায় এলাকাবাসীর কাছে সাদা মনের স্পষ্ট ভাসি মানুষ হিসেবে পরিচিত আ’লীগ এই নেতার ব্যাপক জনপ্রিয়তাও রয়েছে।
পালংখালী ইউনিয়নের সাধারণ জনগনের কাছে ক্লিন ইমেজ ও পরিচ্ছন্ন জনপ্রতিনিধি ও সৎ রাজনৈতিক নেতা হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া এই আ’লীগ নেতাকে এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মাঝি হিসেবে পাওয়ার দাবি তুলেছেন সাধারণ জনগন।
নির্বাচনী প্রচারণা বিষয়ে জানতে চাইলে এম. এ. মঞ্জুর বলেন, আমি সব সময় পালংখালী ইউনিয়নের জনগণের মানুষের পাশে ছিলাম। দলের সংকটময় সময়ে দলে পাশে ছিলাম এবং আছি। বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রার্থী হওয়ার জন্য নির্বাচনী প্রচারণা শুরু করছি। দলীয় হাইকমান্ডারের সিদান্তের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। দল যাকে নৌকা দেবে আমি তার জন্য কাজ করব। নৌকার বিজয় সুনিশ্চিত করার জন্য আমি আমার ইউনিয়নের নেতা কর্মীকে ঐক্যবব্দ হওয়ার আহব্বান জানাচ্ছি।
তবে আমি আশাবাদী দল আমাকে নৌকা প্রতিক দিলে প্রাধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী ও তৃণমূলের নেতা কর্মীদের জন্য কাজ করতে পারব। দলকে গোছানোর জন্য কাজ করব। অবহেলিত পালংখালীর জনপদকে শিক্ষা, স্বাস্থ্য, গ্রামীণ অবকাঠামোসহ নানা বিষয়ে উন্নয়ন করে যাব। আশা করি জনগণ আমার মাধ্যমে ইউনিয়নের পরিবর্তন সুযোগ দিবে। জনগণের সেবক হিসাবে সারা জীবন পালংখালী বাসির পাশে থাকতে চাই।
নির্বাচনী প্রচারণা চলাকালীণ সময় পালংখালী ইউনিয়ন আওয়ামিলীগ, ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমলীগসহ স্থানীয় নেতা কর্মী ও সর্বসাধরন উপস্থিত ছিলেন।
Discussion about this post