ডেস্ক রিপোর্ট :
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ করোনাভাইরাসের টিকা নিয়েছেন। সরকারের মন্ত্রিসভার প্রথম সদস্য হিসেবে তিনি এ টিকা নিলেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে প্রতিমন্ত্রী টিকা নেন।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের জনসংযোগ কর্মকর্তা শহিদুল আলম বলেন, প্রতিমন্ত্রী টিকা নেওয়ার পরই তাঁর নিয়মিত কাজে যোগ দিয়েছেন। তিনি ভালো আছেন।
টিকা নেওয়ার পর এক প্রতিক্রিয়ায় জুনাইদ আহ্মেদ বলেছেন, টিকা নিয়ে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। অপপ্রচার বন্ধে তিনি নিজ আগ্রহেই টিকা নিয়েছেন। টিকা নিয়ে অপপ্রচারে জনগণকে কান না দেওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
Discussion about this post