উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ায় ফের অবৈধ ডাম্পারের ধাক্কায় ইজিবাইকের ৬ যাত্রী গুরুতর আহত হয়েছে। আহত সবাই উখিয়া পল্লী বিদ্যুৎ সমিতির শ্রমিক বলে জানা গেছে।
শ্রমিকেরা কাজ শেষ করে ফেরার পথে ১৩ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টার দিকে উখিয়া হলদিয়াপালং ইউনিয়নের ধুরুংখালী এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে মো: আসিফ সেজাদ নামে একজন জানিয়েছেন, তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। এরা সবাই ইজিবাইকের যাত্রী ছিল। ডাম্পার চালক দ্রুত বেগে পালিয়ে যায়।
এ ব্যাপারে উখিয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম গোলাম সারওয়ার মোর্শেদ বলেন, শ্রমিক দূর্ঘটনার বিষয়টি তিনি শুনেনি। খোঁজ নেয়া হচ্ছে।
Discussion about this post