আলাউদ্দিন সিকদার, উখিয়া –
কক্সবাজারের উখিয়ায় ফের ডাম্পার দুর্ঘটনায় ইব্রাহিম (৬) নামের এক রোহিঙ্গা শিশু নিহত হয়েছে।
রোববার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ইরানী পাহাড় পুলিশ ক্যাম্প আওতাধীন ক্যাম্প ১৭ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, নিহত ইব্রাহীম ক্যাম্প ১৭ এইচ ব্লকের আব্দুল মাবুদের সন্তান।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি ডাম্পার (ঢাকা মেট্রো ড-১৪-০২৭০) গাড়ি পেছনে নেওয়ার সময় এক রোহিঙ্গা শিশু গাড়ির নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা গেছে।
সূত্রে জানাগেছে, উক্ত ডাম্পারের ড্রাইভার রামু উপজেলার উত্তর কনিয়াপাড়ার কামাল উদ্দিনের ছেলে মোঃ রাশেদুল (২৪)।
এ বিষয়ে জানতে চাইলে এপিবিএন (পুলিশ) ইনস্পেক্টর মোঃ ইলিয়াস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শিশু লাশটি ক্যাম্প ১৭ এর সিআইসির অনুমতি নিয়ে দাফন করা হয়েছে। দুর্ঘটনায় কবলিত ডাম্পারটি সিআইসির হেফাজতে রাখা হয়েছে।
Discussion about this post