স্পোর্টস ডেস্ক :
পর্তুগালের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার বলছেন পর্তুগিজ ক্লাব পোর্তোর অধিনায়ক পেপে।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে বুধবার জুভেন্টাসকে আতিথ্য দেবে পর্তুগিজ ক্লাব পোর্তো। জুভেন্টাসের বিপক্ষে প্রথম জয় পেতে পোর্তোর ভরসা অধিনায়ক পেপে। বন্ধু ক্রিশ্চিয়ানো রোনালদোকে আটকানোর কঠিন দায়িত্ব পালন করতে হবে ৩৭ বছর বয়সী এই পর্তুগিজ ডিফেন্ডারকে।
জাতীয় দলের পাশাপাশি রিয়াল মাদ্রিদেও দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন দুজন। এই প্রথম রোনালদোর মুখোমুখি হওয়া নিয়ে রোমাঞ্চিত পেপে। তিনি বলেন, আমার চোখে বিশ্বের সেরা খেলোয়াড় রোনালদো। তবে কখনোই তার বিপক্ষে আমার খেলার সুযোগ হয়নি। এটা তাই বিশেষ ম্যাচ হতে যাচ্ছে। পোর্তো কখনো জুভেন্টাসকে হারাতে পারেনি। আশা করি, এবার পারবে।
সবশেষ ২০১৬ সালে পর্তুগিজ ক্লাবের মুখোমুখি হয়েছিলেন রোনালদো। তখন তিনি রিয়াল মাদ্রিদে খেলতেন। ইউরোপিয়ান প্রতিযোগিতায় স্বদেশি ক্লাবগুলোর বিপক্ষে ১২ ম্যাচে মাত্র চার গোল করেন রোনালদো।
Discussion about this post