আলাউদ্দিন সিকদার :
কক্সবাজারের উখিয়ায় ৯,৯৭০ পিস ইয়াবাসহ এনায়েত উল্লাহ (৩৫) নামে এক রোহিঙ্গা মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫। শনিবার কুতুপালং টেলিভিশন উপকেন্দ্র এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করতে সক্ষম হয় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান।
আটক রোহিঙ্গা উখিয়ার বালুখালী ১০নং রোহিঙ্গা ক্যাম্পের এইচ-২৫ ব্লকের কেফায়েত উল্লাহর পুত্র এনায়েত উল্লাহ (৩৫) বলে নিশ্চিত করেছেন র্যাব-১৫ (কক্সবাজার) এর সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ (কক্সবাজার) এর একটি চৌকস অভিযানিক দল উখিয়ার টিভি টাওয়ার এলাকায় এক সন্দেহজনক ব্যক্তিকে আটক করে। পরে তল্লাশী চালিয়ে ধৃত আসামির হাতে থাকা একটি পলিথিন থেকে ৯,৯৭০ ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব-১৫ (কক্সবাজার) এর সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানিয়েছেন, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
Discussion about this post