নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র সাউদ সোরাইন সায়ান চৌধুরী’র প্রথম নামাজে জানাজা কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ২৩ ফেব্রুয়ারী সকাল ১১ টায় অনুষ্ঠিত বিশাল এ জানাজায় শোকার্ত মানুষের ঢল নামে। জাানাজায় সর্বস্থরের মুসল্লীর সমাগম ঘটে।
আজ মঙ্গলবার জোহরের নামাজের পর বাংলাবাজার ছুরতিয়া সিনিয়র মাদ্রাসা মাঠে সায়ান এর দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় নামাজে জানাজা শেষে বাংলাবাজার মোক্তারকুল ফজলিয়া দীঘির পাড় কবরস্থানে সাউদ সোরাইন সায়ান চৌধুরীকে চিরনিদ্রায় শায়িত করা হবে।
সায়ান এর পিতা এরফানুল হক চৌধুরী জানান, মঙ্গলবার রাত দেড়টার দিকে সায়ান এর মৃত দেহ ঢাকা থেকে কক্সবাজারে পৌঁছার পর বাংলাবাজার মোক্তারকুল নানারবাড়ী বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান এর বাড়িতে রাখা হয়।
প্রসঙ্গত, সোমবার ২২ ফেব্রুয়ারী দুপুর সাড়ে ১২ টার দিকে ঢাকায় ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাউদ সোরাইন সায়ান চৌধুরী ইন্তেকাল করে। (ইন্নালিল্লাহি–রাজেউন)। গত ৩ দিন ধরে সায়ান এর ফুসফুসে অক্সিজেন সঞ্চালন হচ্ছিল না। চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে সায়ান না ফেরার দেশে চলে যায়।
কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র সাউদ সোরাইন সায়ান চৌধুরী জটিল “একিউট ডিফারেন্টশিয়েট লিউকেমিয়া” নামক ব্লাড ক্যান্সার আক্রান্ত হয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতাল (সাবেক এ্যাপেলো হাসপাতাল)-এ ডা.আবু জাফর মো সালেহ্ অধীনে চিকিৎসাধীন ছিল। সর্বশেষ তাকে ঢাকায় ডেল্টা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সায়ানের চিকিৎসা ব্যয় বহুল হওয়ায় মানবিক আবেদনে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, জেলা প্রশাসক, বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তিবর্গ তার চিকিৎসায় এগিয়ে আসে। এতসব পরও তাকে বাঁচিয়ে রাখা সম্ভব হলো না।
সায়ান ইরফানুল হক চৌধুরী ও শারমিন সুমি’র জ্যেষ্ঠ সন্তান এবং পেকুয়া জি. এম.সি ইনস্টিটিউট এর সাবেক শিক্ষক আশেক ইলাহি চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নানের নাতি।
Discussion about this post