উখিয়া প্রতিনিধি :
উখিয়ায় হার্ডওয়্যারের দোকান থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে র্যাব-১৫। বুধবার (১০ মার্চ) সন্ধ্যায় উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের মরিচ্যা বাজারের জাফর হার্ডওয়্যার নামের এক দোকানে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধারসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, রামু উপজেলার পূর্ব গোয়ালিয়া পালংয়ের আজিম উদ্দিনের ছেলে মোহাম্মদ জাফর, মীর আহমদের ছেলে জয়নাল ও সিরাজ মিয়ার ছেলে মোহাম্মদ রহিম উল্লাহ।
র্যাব-১৫ (কক্সবাজার) এর সহকারি পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মুহাম্মদ শেখ সাদী প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের মামলা রুজু করে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
Discussion about this post