নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফ উপজেলার মৌলভীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৯ হাজার ৯ শত পিস ইয়াবাসহ একজন মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৫ সদস্যরা।
শুক্রবার (৯এপ্রিল) দুপুর ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে র্যাব-১৫ সদস্যরা টেকনাফ মৌলভী পাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ যুবককর আটক করে।
আটক যুবকের নাম মো. আলমগীর (২২)। সে টেকনাফ মৌলভী পড়া এলাকার সুলতান আহমদ এর ছেলে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী।
তিনি জানান, আটক ব্যক্তির শপিং ব্যাগ তল্লাশী করে ১৯ হাজার ৯ শত পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী স্বীকার করেছেন সে দীর্ঘদিন যাবৎ টেকনাফ এর সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।
আটক আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
Discussion about this post