ডেস্ক রিপোর্ট :
গত ২৪ ঘণ্টায় র্যাবের আরও দুই সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বাহিনীটির মোট ২ হাজার ৬৭৮ জন সদস্য করোনায় আক্রান্ত হলেন।
পুলিশ সদর দপ্তরের অপারেশনস কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার (২১ এপ্রিল) পর্যন্ত আক্রান্তের মধ্যে ১ হাজার ৭৩ জন সেনাসদস্য, ৫১ জন বিমানবাহিনীর, ৪৬ জন নৌবাহিনী, ২৯৯ জন বিজিবি, ১৫৪ জন আনসার এবং ৩৯ জন বেসামরিক কর্মকর্তা রয়েছেন।
এর মধ্যে ২ হাজার ৫৮৪ জন সুস্থ হয়েছেন। প্রাণ হারিয়েছেন ৬ জন। বর্তমানে আক্রান্ত ৭৩৩ সদস্য ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীর বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।
Discussion about this post