ফারুক আহমদ, উখিয়া:
স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমেদ উখিয়ায় চলমান ওয়াটার সাপ্লাই প্রকল্প পরিদর্শন করেছেন।
শনিবার (১২ জুন) বিকেলে এশিয়া উন্নয়ন ব্যাংকের অর্থায়নে ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমান পাড়া এলাকায় বাস্তবায়নাধীন সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের উন্নয়ন প্রকল্পের আগ্রগতি ঘুরে দেখেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব।
এ সময় কক্সবাজার জেলা প্রশাসক মোঃ মামুনুর রশিদ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ঋত্বিক চৌধুরীসহ এডিবির কনসালটেন্ট ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, উখিয়-টেকনাফের সীমান্তবর্তী এলাকা আঞ্জুমান পাড়া এলাকায় ৫০ একর জায়গার উপর বৃহৎ আকারে পানি শোধনাগার প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।
প্রকল্পের তথ্য সংক্রান্ত বিষয়ে জানার জন্য উখিয়া উপজেলা জন-স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী আল আমিন বিশ্বাসের সাথে যোগাযোগ করা হলে তিনি তেমন তথ্য জানা নেই বলে জানিয়ে বলেন, কক্সবাজার অফিসের সাথে যোগাযোগ করতে।
এদিকে এলাকার বাসিন্দা ও কক্সবাজার সরকারি কলেজের ছাত্র মোহাম্মদ ইউনুছ বাপ্পী জানান, পানি শোধন ও প্রক্রিয়াকরণ প্রকল্পটি চালু হলে স্থানীয় জনগোষ্ঠীসহ বিশাল রোহিঙ্গা ক্যাম্পে সুপেয় পানি ব্যবহারের আওতায় আসতে সক্ষম হবে।
Discussion about this post