ফারুক আহমদ, উখিয়া:
এপিবিএন পুলিশ বাংলাদেশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি মোশাররফ হোসেন উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলায় দায়িত্ব নিয়োজিত আর্মড পুলিশের কার্যক্রম পরিদর্শন করেছেন।
অতিরিক্ত আইজিপি রবিবার (১৩ জুন) ১৪ এপিবিএনের আওতাধীন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ৮ ম এপিবিএনের অধিনায়ক (পুলিশ সুপার) মো. শিহাব কায়সার খান, ১৪ এপিবিএনের অধিনায়ক (পুলিশ সুপার) মো. নাইমুল হক, ১৬ এপিবিএনের অধিনায়ক (পুলিশ সুপার) মো. তারিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আনোয়ার, ক্যাম্প কমান্ডার, মধুছড়া পুলিশ ক্যাম্প, ১৪ এপিবিএনের সহ-অধিনায়ক (অতিরিক্ত পুলিশ সুপার) মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাকিল আহমেদ বিপিএম, উখিয়া সার্কেল, অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।
এছাড়াও ১৪ ও ,৮ এপিবিএনের ক্যাম্প সমূহের সকল আর্মড পুলিশ ফাঁড়ির কমান্ডার, সহকারী ক্যাম্প কমান্ডার ও অপরেশন অফিসারগণও উপস্থিত ছিলেন।
পরে অতিরিক্ত আইজিপি মোশাররফ হোসেন ইরানী পাহাড় পুলিশ ক্যাম্প পৌছলে তাকে হাউজ গার্ড সালাম প্রদান করা হয়।
সালাম গ্রহণ শেষে অতিরিক্ত আইজিপি ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পে সদ্য স্থাপিত ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট পরিদর্শন করেন।
পরিদর্শনকালে অতিরিক্ত আইজিপিকে রোহিঙ্গা ক্যাম্প এলাকার আইন-শৃংখলা পরিস্থিতি, রোহিঙ্গা নিরাপত্তায় নিয়োজিত ১৪ এপিবিএনের কর্মকাণ্ড ও ১৪ এপিবিএন পুলিশ ক্যাম্প সমূহের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়। পরবর্তীতে তিনি লাম্বাশিয়া পুলিশ ক্যাম্পের নবনির্মিত ব্যারাক পরিদর্শন করেন।
Discussion about this post