উখিয়া প্রতিনিধি:
ককসবাজারের উখিয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন প্রেসক্লাবের বর্তমান সহকারী সাধারণ সম্পাদক আমানুল হক বাবুল।
সদ্য অপসারিত সাধারণ সম্পাদক কামরুদ্দিন মুকুলের স্থলাভিষিক্ত হলেন তিনি।
ক্লাবের দপ্তর সম্পাদক মাহমুদুল হক বাবুল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, উখিয়া প্রেসক্লাবের নির্বাচিত ১১ জন বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের ৯ জন সদস্যের অনাস্থার প্রেক্ষিতে গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৭ ধারা ৪ উপধারা খ অনুযায়ী আমানুল হক বাবুল এ দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য যে, কমরুদ্দিন মুকুল প্রেসক্লাবের নাম ব্যবহার করে বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ও অর্থ আত্নসাতসহ সংগঠন বিরোধী নানা অপকর্মে জড়িয়ে পড়ে।
এতে ক্লাবের ভাবমূর্তি ও সুনাম রক্ষায় কার্যনির্বাহী পরিষদ উক্ত সিদ্বান্ত গ্রহন করলে সাধারণ সম্পাদক হিসেবে মুকুল দায়িত্ব পালনের যোগ্যতা হারায়।
ফলে তার স্থলে আমানুল হক বাবুল বিধি মোতাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য যে, আমানুল হক বাবুল স্যাটেলাইট টেলিভিশন মোহনা টিভি কক্সবাজার জেলা প্রতিনিধি।
ছাড়াও ইতিপূর্বে প্রেসক্লাবের ২ বার সহ-সভাপতি নির্বাচিত হয়েছিলো। তিনি ক্লাবের প্রতিষ্টাকালীন সময় থেকে বিভিন্ন গুরুত্বপূর্ন পদে দায়িত্ব পালন করেছেন।
Discussion about this post