উখিয়া সংবাদদাতা •
কক্সবাজারের উখিয়ার উপজেলার ধামনখালীর লোকালয়ে পড়ে থাকা একটি পা ভাঙ্গা অসুস্থ্য বাজপাখি উদ্ধার করেছে বনবিভাগ। পড়ে থাকা পাখীর পরিস্থিতি দেখে স্থানীয় কয়েকজন যুবক তাৎক্ষনিক বিষয়টি সেভ দ্যা নেচার অব বাংলাদেশ উখিয়া শাখার সভাপতি সৈয়দ মোস্তফা ও সাধারণ সম্পাদক রিমন মেহবুব রোহিতকে অবগত করেন।
তাৎক্ষণিক থাইংখালী বনবিট কর্মকর্তাকে জানালে সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে থাইংখালী বিট কর্মকর্তা মো. রাকিব হোসেন বিষয়টি অবগত হয়ে ঘটনাস্থলে গিয়ে অসুস্থ্য পাখিটিকে উদ্ধারপূর্বক প্রাথমিক চিকিৎসা দিয়ে উখিয়া রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করেন।
এ বিষয়ে থাইংখালী বিট কর্মকর্তা মো. রাকিব হোসেন বলেন, পাখিটি বর্তমানে উখিয়া রেঞ্জ কর্মকর্তার অধীনে চিকিৎসাধীন রয়েছে। সম্পুর্ণ সুস্থ্য হয়ে উঠলে রেঞ্জ কর্মকর্তা নিজেই পাখিটি বনে অবমুক্ত করবেন।
Discussion about this post