শহিদুল ইসলাম হৃদয়, রাঙামাটি-
রাঙামাটি শহরের কাঠালতলীতে ভয়াবহ অগ্নি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী উপহার দিয়েছে পার্বত্য চট্রগ্রাম ছাত্র পরিষদ।
শুক্রবার সকালে কাঠালতলী গোডাউনের সামনে উপহার গুলো শিক্ষার্থীদের হাতে তুলে দেন পার্বত্য চট্রগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা।
এতে উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর জামাল উদ্দিন, পার্বত্য চট্রগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ও নির্বাহী কমিটির সদস্য মুন্না তালুকদার , যুগ্ম সাধারণ সম্পাদক ও নির্বাহী কমিটির সদস্য নুরুল আবছার, সাংগঠনিক সম্পাদক নাজিম আল হাসান, ছাত্র বিষয়ক সম্পাদক বাকিবিল্লাহ, ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মঈনুদ্দিন, স্কুল বিষয়ক সম্পাদক মোঃ আমিনুল হক, সাহিত্য বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, ছাত্রনেতা মোঃ নাহিম উদ্দিন, আসিফ, রিয়াদ, আতিক সহ আরো অনেকে।
এসময় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে স্কুল পড়ুয়া এমন ২২ জন শিক্ষার্থীকে বই, খাতা, কলম সহ যাবতীয় শিক্ষা উপকরণ বিতরন করা হয়। পাশাপাশি আগ্রহী শিক্ষার্থীদের পরীক্ষা পর্যন্ত বিনামূল্যে পড়ার সুযোগ করে দেয়া হয়।
Discussion about this post