এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়াস্থ মরহুম মৌলভী আব্দুল লতিফ চৌধুরী ওয়াকফ এস্টেটের বিরোধীয় সংক্রান্ত এম. আর. মামলা নং ২০৭৯/২০২২ ইং ফৌ:কা:বি: ১৪৪ ধারা গত ২৪/৫/২০২৩ ইং তারিখে মামলা বিগত ৩/৫/২০২৩ ইং তারিখের বারিত আদেশ চূড়ান্ত করে মামলা নিষ্পত্তি করা হলো।
মামলার ২য় পক্ষ সোহেল মোস্তফা চৌধুরী গংকে আঞ্জুমানপাড়াস্থ মরহুম মৌলভী আব্দুল লতিফ চৌধুরী ওয়াকফ এস্টেটের তফশিলি উক্ত জমিতে অবৈধভাবে প্রবেশ না করার জন্য বারিত আদেশ প্রদান করেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর আদালত কক্সবাজার।
ফলে উক্ত এস্টেটের যে কোন ধরনের জমি ও চিংড়িঘের সংক্রান্ত এবং আর্থিক লেনদেন ১ম পক্ষ ছাড়া অন্য কারও সাথে না করার জন্য বিনিত অনুরোধ করা হইল।
যদি কেউ কারও সাথে কোন ধরনের অবৈধভাবে লেনদেন করে প্রতারিত হয়ে থাকেন তার জন্য উক্ত এস্টেট কতৃপক্ষ পক্ষ দায়ী থাকিবেনা।
অনুরোধ ক্রমে
লতিফ আনোয়ার চৌধুরী
সদস্য সচিব, বর্তমান পরিচালনা কমিটি
মরহুম মৌলভী আব্দুল লতিফ চৌধুরী ওয়াকফ এস্টেট
ইসি নং:- ৪২৩৯
মোবাইল নং:- ০১৭১১৭৪৯০৪২, ০১৮১৭২২৩৪৪৫
আঞ্জুমানপাড়া, পালংখালী, উখিয়া, কক্সবাজার।
Discussion about this post