পেশাদার গণমাধ্যম কর্মীদের সংগঠন উখিয়া অনলাইন প্রেসক্লাব পরিদর্শন করেছেন বেসরকারী উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশনের প্রধান নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী।
বৃহস্পতিবার (২১জুলাই) দুপুরে উখিয়া জলিল প্লাজাস্থ ৩য় তলায় উখিয়া অনলাইন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় পরিদর্শনে আসেন তিনি।
পরিদর্শনকালে ক্লাবের বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নেন রেজাউল করিম চৌধুরী। এসময় তিনি উপস্থিত সাংবাদিকদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। তিনি বলেন, বর্তমান বিশ্বে অনলাইন গণমাধ্যম একটি গুরুত্বপূর্ণ মিডিয়া প্লাটফর্ম। যে কোন দেশের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই গণমাধ্যমটি। তাই বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও অনলাইন গণমাধ্যম অনেকটা শক্তিশালী গণমাধ্যমে পরিনত হয়েছে।
তিনি বলেন, সরকার অনলাইন গণমাধ্যমকে রেজিষ্ট্রেশনের আওতায় আনার কারণে সাংবাদিকতার মতো মহৎ পেশার চর্চা আরও মানসম্মত ও মুক্ত গণমাধ্যমে পরিনত হয়েছে। গণমাধ্যম গুলো যোগউপযোগী সংবাদ পরিবেশন করে যাচ্ছে। যা উন্নয়ন সাংবাদিকতার একটি গুরুত্বপূর্ণ অংশ।
তাছাড়াও অনলাইন গণমাধ্যম একটি মুক্ত গণমাধ্যমও। সহজেই দেশের যে কোন অসংগতি অনলাইন প্লাটফর্মে তুলে ধরা সম্ভব হচ্ছে। তাই সটিকভাবে গণমাধ্যম চর্চার করে রাষ্ট্রের যে কোন দুর্সময়ে আরও বেশি দায়িত্বশীল হওয়ার জন্য উখিয়া অনলাইন প্রেসক্লাবের সাথে জড়িত সকল সাংবাদিকদের প্রতি তিনি আহ্বান জানান ও বিভিন্ন বিষয়ে দিক নিদের্শনা দেন।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, কোস্ট ফাউন্ডেশনের সহকারি পরিচালক ও আঞ্চলিক টিম লিডার জাহাঙ্গীর আলম, উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি শফিক আজাদ, সাংবাদিক নুর মোহাম্মদ সিকদার, উখিয়া অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জসিম আজাদ, নির্বাহী সদস্য শরীফ আজাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুনিবুল আলম রাহাত, সদস্য ইমরান আল মাহমুদ, আলাউদ্দিন সিকদার, রিদয়ানুল হক সোহাগ ও এম হারুন রশীদ মুহিন।
তখন ক্লাবের বিভিন্ন সমস্যা, রোহিঙ্গা সংকট, স্থানীয়দের চাকরি থেকে বাদদিয়ে কিছু কিছু এনজিও নিজেদের লোক নিয়োগ দেওয়া সমস্যাসহ নানাবিধ গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন সভাপতি শফিক আজাদ।
উল্লেখ্য যে, উখিয়া অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠালগ্ন থেকে পাশে থেকে কোস্ট ফাউন্ডেশনের প্রধান নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী সাংবাদিকদের সহযোগিতা করেন।
Discussion about this post