নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়ার প্রথম নারী হিসেবে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন ইছমত আরা রেশমা।
সম্প্রতি ফ্রান্সের বিখ্যাত বিশ্ববিদ্যালয় ‘University of Toulouse’ থেকে “Class Distribution Influence and Evaluation in Deep Learning – Application to Cancer Detection on Histological Images” বিষয়ে গবেষণা করে PhD ডিগ্রি লাভের গৌরব অর্জন করেন তিনি।
রেশমা উখিয়া বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ থেকে এইচএসসি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ থেকে স্নাতক (১ম শ্রেণিতে ১ম) ও জাপানের বিখ্যাত মনবুশো স্কলারশিপ নিয়ে ‘Toyohashi University of Technology’ থেকে কৃতিত্বের সাথে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
রেশমা, উখিয়া উপজেলা সদরের ঘিলাতলী পাড়ার প্রয়াত মোহাম্মদ ইদ্রিস ও আনোয়ারা বেগমের জ্যেষ্ঠ কন্যা।
রেশমার ছোটভাই সাঈদ মোহাম্মদ ইমরান হোসেন (সোহাগ) টেকনাফ উপজেলার সমাজসেবা কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।
উচ্ছ্বসিত রেশমা জানান, তার সাফল্যের জন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করে মায়ের প্রতি ডিগ্রি উৎসর্গ করেছেন। তিনি তার পরিবার, আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং সকলের কাছে দু’আ কামনা করেছেন।
Discussion about this post