এম এ রাহাত, উখিয়া –
কক্সবাজার জেলার উখিয়ার রাজাপালংয়ের ঐতিহ্যবাহী সংগঠন, ‘উত্তর পুকুরিয়া ইসলামী যুব কল্যাণ সংসদের উদ্যোগে ৩১ তম সীরতুন্নবী (সঃ) মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে।
উত্তর পুকুরিয়া সীরত ময়দানে অনুষ্ঠিত মাহফিলে প্রথম দিনে (১১ ফেব্রুয়ারী) সভাপতিত্ব করেছেন, রুমখা পালং ইসলামিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুহিব উল্লাহ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাচ্ছির জামালি তালীমুল কোরআনের প্রতিষ্ঠাতা মাওলানা শাইখ জামাল উদ্দিন।
২য় দিনে (১২ ফেব্রুয়ারী) সভাপতিত্ব করেছেন রাজাপালং এম.ইউ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ এ.কে.এম আবুল হাসান আলী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,৪নং রাজাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, জাহাঙ্গীর কবির চৌধুরী, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, সরওয়ার জাহান চৌধুরী, রাজা পালং ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ সালাউদ্দিন, রাজাপালং ৯ নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য হেলাল উদ্দিন সহ আমন্ত্রিত অতিথিরা। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাচ্ছির মাওলানা সাইয়্যেদ কামাল উদ্দিন জাফরী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাচ্ছির মাওলানা মুফতি আমির হামজা।
এছাড়া দুই দিনে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা আব্দুল হক, মাওলানা মাওলানা হোছাইন আহমদ মাহফুজ, আবুল ফজল, মাওলানা শামশুল ইসলাম, মাওলানা বশির উদ্দিন সহ বক্তারা।
আয়োজক কমিটি জানায়, প্রতিবছরের ন্যায় এই বছরেও আমরা ২ দিন ব্যাপী সীরতুন্নবী (সঃ) মহাফিল আয়োজন করে, সফল ভাবে সম্পন্ন করেছি । আগত শ্রোতাদের সার্বক্ষণিক সহযোগিতার জন্য নিয়োজিত ছিলেন, সংগঠনের একদল তরুণ। সবার সহযোগিতায় আমরা সুশৃঙ্খল ভাবে আমাদের মাহফিল সফলভাবে সম্পন্ন করতে পেরে মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছি।
মাহফিল পরিচালনায় ছিলেন, উত্তর পুকুরিয়া ইসলামী যুব কল্যাণ সংসদের সভাপতি ও টাইপালং হামেদিয়া দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল করিম।
Discussion about this post