নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার-টেকনাফ সড়কের হিজলীয়া এলাকায় বুধবার রাতে দুর্ঘটনায় নিহত উখিয়া উপজেলা পরিষদের কম্পিউটার অপারেটর শাহ রেজার জানাজা সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় দরগাহ মোরা কবরস্থানে নিহত রেজার জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
উখিয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সর্বস্তরের মুসল্লী জানাজায় শরিক হন।
উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কোটবাজারমুখী একটি মোটরসাইকেলর সাথে উখিয়ামুখী একটি বেপরোয়া ডাম্পারের সংঘর্ষ হলে এতে মোটরসাইকেল আরোহী শাহ রেজা গুরুতর আহত হয়। এসময় তার প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা আহত যুবক শাহ রেজাকে উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Discussion about this post