কক্সবাজার কলাতলী কটেজ জোন এলাকায় অবৈধভাবে নির্মাণাধীন ভবনের কাজ করতে গিয়ে ২ জন শ্রমিক নিহত ও ১ জন আহত হয়েছে। এঘটনায় ফায়ার সার্ভিস সদস্য ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
রবিবার (৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে রামু মিঠাছড়ি এলাকার আশরাফের নির্মাণাধীন ভবনে এই ঘটনা ঘটে। নিহত শ্রমিকরা হলেন, সমিতি পাড়া এলাকার সোলায়মানের ছেলে হাশেম (৩৯) ও জাম্বু) (২৬) আহত শ্রমিক হলেন মোঃ হামিদ (৩৬)।
এই ঘটনায় কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম ও ওসি তদন্ত সেলিম উদ্দিন নেতৃত্বে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি তদন্ত সেলিম উদ্দিন সত্যতা নিশ্চিত করে বলেন, নির্মাণাধীন ভবনে সেফটি টাংকির ভেতরে কাজ করতে গিয়ে দুইজন শ্রমিক নিহত ও একজন আহত হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের পরিবারের লোকজন এখনো পর্যন্ত কোন এজাহার দায়ের করেননি। অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।
সূত্রে জানা যায়, হোটেল মোটেল জোনের গণপূর্ত অধিদপ্তরের জমিতে এক যুগে ১০-১২টি অবৈধভাবে ভবন নির্মাণের কাজ চলছে। প্রতিযোগিতামূলক এই নির্মাণ কাজে রামু মিঠাছড়ি এলাকার আশরাফের নির্মাণাধীন ভবনে শ্রমিকের মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। অভিযোগ উঠেছে ভবন নির্মানকারী আবুল কন্ট্রাক্টর শ্রমিকদের লোভনীয় বাড়তি বেতন দিয়ে রাতের আঁধারে ও সরকারি ছুটির দিনে কাজ করান।
নিহত শ্রমিক হাশেমের স্ত্রী হাসিনা বিবি বলেন, আমার স্বামী কাজ করতে গিয়ে মারা গেছেন। মামলা করতে পারব কিনা এখনো জানিনা। তবে লাশ পোস্টমডেম না হওয়ার জন্য চাচ্ছি।
Discussion about this post