অর্ণব মল্লিক, কাপ্তাই:
কাপ্তাই উপজেলার শারদীয় দুর্গা উৎসবের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। বুধবার বিকালে কাপ্তাইয়ের বিভিন্ন পূজা মন্ডপে তিনি পরিদর্শনের পাশাপাশি কাপ্তাই লকগেইট শ্রী শ্রী জয়কালী মন্দিরে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।
এসময় বক্তব্যে তিনি কাপ্তাইয়ে মনমুগ্ধকর পরিবেশে শারদীয় দূর্গা উৎসব উদযাপন হওয়ায় এর প্রশংসা করেন। এবং কাপ্তাইয়ে সর্বদা সুশৃঙ্খল ভাবে পূজা উদযাপন করা হবে বলে জানান। কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেইজন্য প্রশাসন এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সবসময় সজাগ আছে বলে তিনি অবগত করেন। পরে কাপ্তাইয়ের কেপিএম হরিমন্দিরে দুর্গা পূজা মন্ডপ সহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।
এসময় রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) এস এম ফেরদৌস ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান, সহকারী কমিশনার (ভূমি) মাঈনুল হোসেন চৌধুরী, কেপিএমের এমডি প্রকৌশলী বিদ্যুৎ কুমার বিশ্বাস, কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন, চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী, কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, রাইখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এনামুল হক, কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টুসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
Discussion about this post