নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পে দায়িত্বরত ১৪এপিবিএন সদস্যরা অভিযান চালিয়ে মুন্না গ্রুপের সক্রিয় সদস্য সন্ত্রাসী দেলোয়ারের তিনজন সহযোগী গ্রেপ্তার করেছে।
জানা গেছে, সোমবার (৯ আগষ্ট) রাত সোয়া ৮টারদিকে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পে দায়িত্বরত ১৪এপিবিএন সদস্যরা ব্লক-বি, সি, ও ডি এলাকায় অভিযান চালিয়ে সি-ব্লকের ১৯নং শেডের ২নং রোমের বাসিন্দা মো: ইউনুছ ওরফে আনিসের পুত্র হাসমত আলী (৪৫), ব্লক-ডি এর ১১নং শেডের ১নং রোমের বাসিন্দা হাশি উল্লাহর পুত্র জান্নাতুল্লাহ ওরফে শহিদ (১৭) এবং বি-ব্লকের ২নং শেডের ৩নং রোমের বাসিন্দা আব্দুর রহিমের পুত্র শফি আলম ওরফে সুয়েব (১৭) কে আটক করে।
এ বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ১৪ এপিবিএন অধিনায়ক এসপি মো: নাঈম উল হক জানান, গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
Discussion about this post