রাঙামাটির কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী আক্তার হোসেন মিলন বিজয়ী হয়েছে। তাঁর প্রাপ্ত ভোট ৩ হাজার ৪ শত ১৫ টি। আক্তার হোসেন মিলনের একমাত্র প্রতিদ্বন্ধী স্বতন্ত্র থেকে দাঁড়ানো বিপ্লব মারমা আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৬৬ ভোট।
বুধবার (১৫ জুন) সন্ধ্যায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরী তে রিটার্নিং কর্মকর্তা তানিয়া আক্তার এই ফলাফল ঘোষণা করেন।
দেশের বিভিন্ন ইউনিয়নের সাথে মিল রেখে উৎসব মুখর পরিবেশে, বিপুল সংখ্যক মহিলা ভোটার উপস্থিতি এবং কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ১নং চন্দ্রঘোনা ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮ টা হতে বিরতিহীন ভাবে বিকেল ৪টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে এই ইউনিয়নে ভোট গ্রহন নেওয়া হয়।
Discussion about this post