বিডি দর্পণ ডেস্ক:
প্রাণঘাতী করোনাভাইরাসের দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেও আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।
মঙ্গলবার (১৩ এপ্রিল) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা দেওয়ার পর বুধবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় জানা যায় তিনি ভাইরাসটিতে আক্রান্ত।
রাত ৮টায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ফজলে হোসেন বাদশা নিজেই হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গত ৮ এপ্রিল ফজলে হোসেন বাদশা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছিলেন। এর আগে তিনিই প্রথম করোনার টিকা নিয়ে রাজশাহীতে এ কার্যক্রমের উদ্বোধন করেছিলেন।
Discussion about this post