নিজস্ব প্রতিবেদক :
টেকনাফে সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে ২ লাখ ৭০ হাজার পিস ইয়াবাসহ একটি ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড।
২৩ ডিসেম্বর বুধবার ভোরে সেন্টমার্টিনের অদূরে উপকূল থেকে এসব ইয়াবা জব্দ করা হয়।
জানা যায়, ভোরে সেন্টমার্টিন ও টেকনাফ কোস্টগার্ড সদস্যরা মিয়ানমার থেকে পাচারের সময় যৌথ অভিযান চালিয়ে সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগর থেকে ২ লাখ ৭০ হাজার পিস ইয়াবাসহ একটি ট্রলার জব্দ করেন।
কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার আবদুল্লাহ আল মাহমুদ জানান, এঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তিনি বলেন, ইয়াবা উদ্ধারের বিষয়ে প্রেস ব্রিফিংয়ে আরও বিস্তারিত জানানো হবে।
Discussion about this post