ডেস্ক রিপোর্ট :
বাংলাদেশেরই যুদ্ধ বিমান তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরো বলেন, “বর্তমান সরকার নিজ সক্ষমতায় আকাশসীমা রক্ষায় কাজ করছে।”
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বিমানবাহিনীর এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন। গণভবন থেকে তিনি অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন।
বিমানবাহিনীর সদস্যদের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, “দেশের নিরাপত্তা রক্ষায় বিমানবাহিনী সব সময় তৎপর। বর্তমান সরকার নিজ সক্ষমতায় আকাশসীমা রক্ষায় কাজ করছে। বিমানবাহিনীর পরিধি আরও বেড়ে যাবে।”
সরকারের উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “গ্রাম পর্যায়ে সব ধরনের সুবিধা পৌঁছে দেয়া হয়েছে। নগরায়নের সব সুবিধা এখন গ্রামের মানুষরা পাচ্ছেন। গ্রামের গৃহহীনদের গৃহের ব্যবস্থা করেছে সরকার।”
বাংলাদেশকে উন্নয়নশীল দেশের উন্নীত করতে সরকার উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
Discussion about this post