অনলাইন ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজত সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শর্টগানের গুলি ছোড়ে পুলিশ। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
শনিবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে সদর উপজেলার নন্দনপুরে এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যার হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন সংঘর্ষে পাঁচজন নিহত হওয়ার বিষয়টি সময় নিউজকে নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগ ও হেফাজতকর্মীদের সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশের সঙ্গে বিজিবিও যোগ দেয়। এ সময় বিক্ষোভকারীদের সংঘর্ষে চারজন নিহত হন। এতে আরও ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকেই গুলিবিদ্ধ হয়েছেন বলেও জানিয়েছন তারা।
Discussion about this post